এই স্লোগানকে বাস্তবায়ন এবং পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম বিট পুলিশিং কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করছেন। 


তারই প্রেক্ষিতে নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিনিয়ত বিট পুলিশিং সভাসহ বিভিন্ন সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। 

যেকোন অপরাধ সংক্রান্ত তথ্য দিন, সেবা নিন। নোয়াখালী জেলা পুলিশ আপনার নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।


সুধারাম মডেল থানা, চর জব্বর, কবিরহাট এবং বেগমগঞ্জ মডেল থানার বিট পুলিশিং সভার কার্যক্রমের আলোকচিত্র তুলে ধরা হয়েছে । 

প্রতিনিয়ত আপনার এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে আপনার এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন নাগরিকদের প্রতি আহবান করা হয়েছে। 


"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024