|
Date: 2025-05-20 23:17:17 |
রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ইনকোর্স পরিক্ষায় অসধুপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ছবিতে বেঞ্চের উপর খাতা বা সাজেশন বই জাতীয় কিছু একটা দেখতে পাওয়া যায়। ওই বেঞ্চে তিনজন শিক্ষার্থী বসা ছিল।
মঙ্গলবার ( ২০ মে) ১১:৩০ থেকে ১:০০ টা পর্যন্ত দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এবং চতুর্থ বর্ষের একইসাথে এবং সকলের দুটো করে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরিক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। উক্ত পরিক্ষার দায়িত্বে ড. রেজাউল করীম, মোছাঃ সেলিনা আক্তার মুন্নি এবং নূর জাহান বেগম ছিলেন বলে জানা যায়।
এ সম্পর্কে অভিযুক্ত সোহরাওয়ার্দী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী বলেন, “ আপনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেন সেখানো কোন গাইডই ছিলো না। আমরা কোন ধরনের নকলের সাথে জড়িত না। আজকে দুটো করে পরিক্ষা থাকার কারনে খাতা দুটো করে দিয়েছে, সেখানো ৩ জনের খাতা এবং অ্যাটেন্ডেন্স শীট ছিলো। আমাদেরকে হয়রানি করার জন্য ছবিটি ছড়ানো হয়েছে। ”
এ সম্পর্কে পরিক্ষার দায়িত্বে থাকা ড. রেজাউল করীম বলেন, সেখানে আমি খুব কঠোর ভাবে গার্ড দিয়েছি। আমি এ ধরণের কিছু দেখি নি। যদি এমন কিছু ঘটে থাকে তাহলে এটার অবশ্যই বিধি মোতাবেক শাস্তি দেওয়া হবে।
এ সম্পর্কে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “ এ বিষয়ে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি যতটুকু জানি এখানে শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করেন। এখানে শিক্ষকদের কোন অবহেলা আছে কী না এই বিষয়টি নিয়েও তাদের সাথে কথা বলবো। ”
© Deshchitro 2024