|
Date: 2025-05-21 20:02:53 |
গলাচিপায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের উদ্যোগে ২০০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় প্রতিটি পরিবারকে ১১টি করে চারা দেয়া হয়। এর মধ্যে রয়েছে—আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, লেবু এবং নিম গাছের চারা। এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের বার্তা দেওয়া হয়েছে।
বুধবার সকালে গলাচিপা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। তিনি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালী ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক ফারুক হোসেন, যুব প্রধান মো. যুবায়েত হোসেন নাসিম এবং গলাচিপা উপজেলা ইউনিটের টিম লিডার মো. ফিরোজ মাহমুদ। এছাড়াও জেলা ও উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নর লঞ্চঘাট এলাকায় ও ডাকুয়া ইউনিয়নের কাচারিকান্দা এলাকায় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এই গাছগুলো একদিকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে পরিবারে ফলের চাহিদাও পূরণ হবে।এই উদ্যোগ শুধু একটি চারা বিতরণ কর্মসূচি নয়, বরং একটি সবুজ ও সচেতন ভবিষ্যতের পথে পদক্ষেপ।
© Deshchitro 2024