
বরিশাল নগরী ভাটিখানা এলাকায় পুলিশের হাতকড়া নিয়ে পালানো সেই দুই যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পালিয়ে যাওয়ার নয় ঘণ্টার মধ্যে বুধবার (২১ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর ভাটিখানার শাহাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিরাজ ও রাসেল। সুত্রে
পুলিশ জানায়- বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই আল-মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার নয় ঘণ্টার মধ্যে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (অপারেশন) কামাল আহমেদ বলেন- হাতকড়া নিয়ে পালানো দুই যুবককে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।