সিরাজগঞ্জ পৌর শহরের সয়াগোবিন্দ থানাপাড়া এলাকায় এক ব্যবসায়ীর নিজস্ব জমিতে ইমারত নির্মাণে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বুধবার (২১ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াগোবিন্দ থানাপাড়া এলাকায় ৩১.৭৫ শতাংশ জায়গা ক্রয় করেন শহরের ধননাট্য ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু। বর্তমানে জায়গাটি সংরক্ষণের জন্য ইমারত নির্মাণকালে বাধা প্রদান করেন একদল ভূমিখেকো সন্ত্রাসী। এর আগে ভু‌মি খে‌কো সন্ত্রাসীরা খতিয়ান নং ৮৩২৪ এর দাগ নং ১০৩৯ এর ৩১.৭৫ শতাংশ জায়গাকে সরকারি বলে উপজেলা ভূমি সহকারি কমিশনার ভূমি আফিফান নজমু বরাবর অভিযোগ প্রদান করেন। অভিযোগের প্রেক্ষিতে ১৮ মে ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু‌কে অভিযোগের শুনানি শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন ১৯ মে সোমবার সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সরকারি ভূমি না থাকায় ব্যবসায়ীকে তার নিজস্ব জমিতে ইমারত নির্মাণে আর কোন বাধা নেই জানিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে ২০ মে মঙ্গলবার ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু‌র লোকজন উক্ত ভূমিতে ইমারত ‌নির্মানের কাজ‌ করতে গেলে ভূমিখে‌কোরা আবারও চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেন এবং চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

ভূমির মালিক, ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু ব‌লেন, এলাকার একদল সন্ত্রাসী আমার নিজস্ব ক্রয়-কৃত জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করতে গেলে চাঁদা দাবি ক‌রে কাজ বন্ধ করেন। 

এছাড়াও উক্ত জমি সরকারি বলে উপজেলাভূমি সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দাখিল করেন এবং আমার সকল কাগজপত্র ঠিক থাকায় পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার ভূমি আমাকে কাজ করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু বর্তমানে কাজ করতে গেলেও চাঁদা দাবি করেন এলাকার ভূমি খেকোরা। আমি প্রশাসনের কাছে দাবি করছি দ্রুত এই ভূমি খে‌কোদের হাত থেকে আমাকে রক্ষা করে কাজ করার জন্য সহযোগিতা চাচ্ছি।

উপজেলা সহকারি কমিশনার ভূমি আফিফান নজমু ব‌লেন, খতিয়ান নং ৮৩২৪ এর দাগ নং ১০৩৯ এর ৩১.৭৫ শতাংশ জায়গায় জমির মালিকের কোন ইমারত নির্মাণের আর বাধা নেই। তারা যে কোন মুহূর্তে উক্ত জমিতে কাজ করতে পারেন। এলাকাবাসীর সরকারি দাবি করে যে অভিযোগ ‌দি‌য়ে ছি‌লো সে টা ভিত্তিহীন সেই দা‌গে কোন সরকারি জমি নেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024