শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল জব্বার(৫২) কে গ্রেফতার করা হয়েছে৷  বৃহস্পতিবার(২২ মে) রাতে ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ আব্দুল জব্বার উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলীর দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে থানা পুলিশ ও র‌্যাব-৯ এর সহায়তায় ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল জব্বারকে ছাতক থানা এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024