|
Date: 2025-05-22 16:15:53 |
জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জে পরিবেশে ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২২ মে, ২০২৫) সকাল ৮টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের শেখপাড়া,
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার ছাত্র ছাত্রীদের আয়োজনে বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের বনার্ঢ্য শোভাযাত্রাটি ভদ্রঘাট শেখপাড়া প্রদক্ষিণ করে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ।
এ সময়ে উপস্থিত ছিলেন তামান্না তাসনিম, মেহেরুন নেসা মিম,রুপা তাসরিফ,আকাশ,তাসনিয়া তাবাসসুম,সুমি।
অনুষ্ঠানে সভাপতি পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ বলেন, ২২ মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস ১৯৯২ সালের ২২ মে থেকে এই দিবসটি আন্তর্জাতিক ভাবে পালিত হয়ে আসছে।
মানুষ, প্রাণী এবং প্রকৃতি নিয়েই আমাদের এই পৃথিবী। মানুষের পাশাপাশি এই পৃথিবীতে বসবাস করছে হাজারো প্রাণী, আছে নানা প্রজাতির উদ্ভিদ, আর এই সবকিছু মিলিয়েই জীব বৈচিত্র্য। কিন্তু প্রতিনিয়ত বনভূমি ধ্বংস করে, গাছ কেটে মানুষ জীব-বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।
জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে আরও সচেতন করার জন্য প্রতিবছর দিবসটি পালন করা হয়।
© Deshchitro 2024