
গোয়ালন্দঘাটে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ (ষাট) পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক জিআর পরোয়ানাভুক্ত একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার(২২ মে) রাত ৩টা ৫৫ টার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ায় এ অভিযান চালিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্ত পাড়ার মোঃ সাঈদ প্রামাণিকের ছেলে রাকিব প্রামানিক (৩০), অপরজন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোঃ গোলাম মহিউদ্দিনের ছেলে মোঃ জানে আলম রিপন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পুরিয়া হেরোইন।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, "মাদক এবং অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। গ্রেফতারকৃতরা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অপরাধী। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমরা আরও কঠোর অবস্থানে যাচ্ছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।"
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,আসামী রাকিব প্রামানিকের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় আরও দুইটি মামলা রয়েছে।