রাজশাহীর বাঘায় ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
পাকুড়িয়া ইউনিয়ন 
বৃহস্পতিবার (২২ মে-২৫) বিকেল ৪ টার সময় ইউনিন জামায়াতের অফিস কেশবপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  
ইউনিন জামায়াতের আমীর
আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে সহকারী সেক্রেটারী ও রাজশাহী-৬ (বাঘা চারঘাট) আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবহ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিচালক বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী শোয়েব আলী, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন 
জামায়াতের জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাও: জিন্নাত আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম,
  বাঘা উপজেলা নায়েবে আমীর উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলী, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ মাহবুবুর রহমান প্রমুখ। সমাবেশে 
 প্রধান অতিথি বক্তব্যে বলেন,
কোরআনের আয়াত অনুযায়ী পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে।
মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর একজন বান্দাহ হিসেবে তার সকল হুকুম আহকাম পালন করতে হবে। 
কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত না থাকলে পরিপূর্ণ ইসলাম মানা সম্ভব কঠিন হবে। সমাজে সকল অন্যায় অপকর্ম দূর করতে হলে সমাজে অসৎ ও খোদা বিমুখ নেতৃত্ব সরিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী  সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করে  একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন। এজন্য আমাদের সকল কর্মীদের কোরআন হাদিসের অধ্যায়ন করতে হবে এবং ত্যাগ ও কোরবানি নজির পেশ করতে হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024