মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা 

মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উদযাপন ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের নবীনগর এলাকায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহনুর আলমের সভপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্টেক্টর মো. আলমগীর কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়,জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও  বাসসের জেলা প্রতিনিধি মো. আল হেলাল প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী বলেছেন,১৯৭১সালে পাকিস্থানী হানদার বাহিনীর কবল থেকে পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন এ দেশের মুক্তিযোদ্ধারা। ত্রিশ লাখ শহীদ আর দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। এই ডিসেম্বর মহান বিজয় দিবসের মাসে এসে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বাংলাদেশ আজ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন বিজয় অর্জন যতটুকু না সহজ ছিল এই বিজয়ের স্বাধ ধরে রাখতে কিংবা দেশকে আধুনিক বিশ্বে একটি স্বনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের সকল মুক্তিযুদ্ধের চেতনার বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন স্বাধীনতা বিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে পাকিস্থানী ভাবধারায় ফিরিয়ে নিতে  বিভিন্নভাবে তৎপর রয়েছে। ওদের বিরুদ্ধে স্বোচ্ছার প্রতিরোধ গড়ে তুলে একটি সাম্য,মানবিক মূল্যবোধ,গনতন্ত্র ও অসাম্প্রদায়িকতার চেতনা সমুন্নত রাখলেই দেশ দ্রুত একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024