|
Date: 2025-05-24 22:34:17 |
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে সম্মাননা পাওয়া ৪ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থী মো: শামিম সরকার ও শফিকুর রহমান ফাহিমের সিজিপিএ ৩:৯২ ও ৩:৯০।
শনিবার (২৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচিত শিক্ষার্থীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজের অনুভূতি প্রকাশ করে শামীম সরকার বলেন, "প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে একটি সফলতা দান করেছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা-মা, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি। চার বছর কঠোর পরিশ্রম করার পর এরকম একটা সফলতা সত্যি আনন্দ ও স্বস্তি দায়ক। এটা আমাকে আগামীতে আরো ভালো করার জন্য অনুপ্রেরণা জোগাবে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সহায়ক হবে। আমার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করছি।"
এ বিষয়ে শফিকুর রহমান ফাহিম বলেন, "আলহামদুলিল্লাহ, এ ধরনের পুরষ্কার প্রাপ্তি সবসময়ই আনন্দের। আমি প্রথমেই মহান আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায় করছি, কারণ আল্লহর দয়া ছাড়া এমন প্রাপ্তি কখনোই সম্ভব ছিল না। আর এই পুরোটা সময়ে আমার আব্বু, আম্মু আমাকে সকল দিক থেকেই সাহস দিয়ে গেছেন যা আমার জন্য অনুপ্রেরণার ছিলো। তবে আমি বিশেষভাবে আমার দাদির কথা উল্লেখ করতে চাই, তিনি আমার জন্য ছায়াদানকারি বটগাছের মত ছিলেন। এখন আর তিনি বেঁচে নেই।তবে তার একটা কথা আমার সবসময় আমার মনে পরে "ভাই তুই পড়াশোনা কর, আমি থাকতে তোর কোন চিন্তা নাই"; যা আজও আমার জন্য অনুপ্রেরণার। এছাড়া আমার এই অবদানের পেছনে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের অবদানও অনস্বীকার্য। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। এমন প্রাপ্তি আমাকে সামনে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। আমি সকলের কাছে দোয়াপ্রার্থী, আমি যেন দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারি।"
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: শাহিনুজ্জামানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, "এটা খুবই আনন্দের বিষয়। আমাদের বিভাগের দুইজন শিক্ষার্থী শামীম ও ফাহিম ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। ওরা আসলেই ভালো স্টুডেন্ট। ওরা ওদের পরিশ্রমের ফল পেয়েছে। আমি বিভাগের সভাপতি হিসেবে ওদের নিয়ে গর্বিত। এইটা আমার মানে বিভাগের জন্য আসলে একটা গর্বের ও আনন্দের বিষয়। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জীবনের সবক্ষেত্রেই সফল হোক ওরা এই দোয়া করি।"
© Deshchitro 2024