আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘ইমো হ্যাকার’ ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।  শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করে তা দের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ পল্লব এবং জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন। অভিযানকালে তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024