কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা’র দিক-নিদের্শনায় সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে উপজেলার গুনবতী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আ ন ম সলিমুল্লাহ টিপু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া। এ উপলক্ষে শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে গুণবতী ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন গুণবতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল হক, জাহিদুর রহমান। গুণবতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আলম সেলিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024