“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে শুরু হয় তিন দিনব্যাপী ভূমি মেলা। 

রোববার (২৫মে )উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম । উপজেলা ভূমি অফিস দিনাজপুর সদরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী ভুমি মেলায় আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো: জানে আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহ. সাদ্দাম হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার সার্ভেয়ার আবু দাইয়ান সহ দশটি ইউনিয়নের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ভূমি মেলা উপলক্ষে সেবা গ্রহীতারা সদর উপজেলার নির্ধারিত স্টলে গিয়ে ই- নাম জারি, মৌজা ম্যাপ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও তথ্য নিতে পারবেন এই মেলায়। ভূমি মেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃবোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মো: রফিকুল ইসলাম বলেন বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর, সেই লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নামজারি ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহে সাত দিন দিনরাত ২৪ ঘন্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।ভূমি মেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024