|
Date: 2025-05-25 15:09:52 |
মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস দুলাল ও তার ছেলে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের দলীয় অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম বলেন, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল করিম দুলাল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের পরিবার নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা রাজনৈতিক পরিবার। আমার রাজনীতির বয়স ৪০ বছর। আমি শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য। আমার ভাতিজা মুন্সি জাহাঙ্গীর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ভাতিজা মুন্সি ইয়াছিন আলী সোহেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। আমরা রাজনৈতিক পরিবার হওয়ায় আমার প্রতিপক্ষের লোকজন আমাদের নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ আপনাদের আহ্বান জানিয়েছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গতকাল আমাদের এখানে যে ষড়যন্ত্রমূলকভাবে কে বা কাহারা আমাদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত অস্ত্র রেখে আমার ভাই এবং ভাতিজাকে ফাঁসানো হয়েছে। আমরা সবসময় স্বচ্ছ রাজনীতি করি। স্বচ্ছ রাজনীতি করি বলে সবাই আমাদের চেনে। আমরা কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটাই তো আমাদের জন্য কাল হতে পারে। কমিটি হচ্ছে, আমার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সময় আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। আমি একটা কথাই বলতে চাই, যত ষড়যন্ত্র হোক এতে আমরা কখনোই ভীত নয়। রাজনীতি করতে গেলে বিভিন্ন সময় চক্রান্ত ও ষড়যন্ত্র হতে পারে। আমরা কখনোই এর কাছে মাথা নত করি না। উপজেলার ৮ ইউনিয়নের জনগন আমাদের পাশে আছে। আগামীতে যে কাউন্সিল হচ্ছে সে কাউন্সিলে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আমার ভাইয়ের বয়স ৮০ বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দুই বার হজ্ব করেছেন। যারা আমার এ ভাইটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছে আমি তাদের বিচার কামনা করছি। সেই সাথে প্রশাসনকে সঠিক তদন্তের আহ্বান জানাচ্ছি।
© Deshchitro 2024