চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদেজাতীয়তাবাদী শ্রমিক দলের  উদ্যোগে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে । 

 ২৫ মে (রোববার)  সকাল ১০ টায়  বন্দর ভবনের মূল ফটকের সামনে বন্দরের শত শত কর্মচারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ফেসটুন , প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। 

 এসময়  বক্তারা বলেন -  নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এতে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবে না।  তাই অনতিবিলম্ব এনসিটি টার্মিনাল   বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। 

অন্যতায় আমরা বন্দর শাটডাউন সহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

 এতে  বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহসম্পাদক সানোয়ার মিয়া ,  বন্দর শ্রমিক দল নেতা মোঃ সফি প্রমুখ। 



 উল্লেখ্য  চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার  টার্মিনাল বিগত  আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৪ মে  বুধবার চট্টগ্রাম  বন্দর এনসিটি  টার্মিনাল পরিদর্শনের পর এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করে নৌ পরিবহন মন্ত্রনালয়। 

এদিকে ২৫  মে রোববার দুপুরে ঢাকা  ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ) আয়োজিত 'সিএমজেএফ টক' অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার চট্টগ্রাম বন্দর কাউকে দিয়ে দিচ্ছে না, বরং বন্দরটির আধুনিকায়ন ও সংস্কার করতে চাচ্ছে। বিশ্বের খ্যাতনামা বড় কোম্পানিগুলো যাতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনায় আসে এবং বিনিয়োগ করে, সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান তিনি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024