|
Date: 2025-05-25 22:30:52 |
সাতক্ষীরার কালিগঞ্জে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে ২০২৫) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন, “সরকারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই জমির খাজনা প্রদানসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। তবে সাধারণ মানুষকে আরও সচেতন করতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা নিশ্চিত করা এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জুয়েল হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কাওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মো. জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ, সুধীর কৃষ্ণ, মো. আব্দুর রহমান ও মো. রেজাউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় ৮টি স্টলের মাধ্যমে সাধারণ জনগণ ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান, নামজারি, মৌজা ম্যাপ ও সার্ভে সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এ মেলা আগামী তিন দিনব্যাপী চলবে।উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।
© Deshchitro 2024