|
Date: 2025-05-26 01:14:58 |
"নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মিরসরাইয়ে শুরু হয়েছে তিনদিনব্যপী ভূমি মেলা। রবিবার সকালে উপজেলা ভূমি অফিসে আয়োজিত ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন অফিসার শাহ আলমসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসে আগত সেবাপ্রার্থীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবাপ্রার্থীদের মধ্যে এসময় ভূমি মেলা নিয়ে দারুন উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, সরকার উপজেলা ও ইউনিয়ন ভূূমি অফিসগুলোতে ভূমি সেবা জনবান্ধব ও সহজ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে তিনদিনব্যপী এই ভূমি মেলা।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, ভূমি মেলার বিষয়ে জেলা প্রশাসনের দিকনির্দেশনায় সেবাপ্রাপ্তি সহজ করতে উপজেলা ভূমি অফিসের নিয়মিত সেবার পাশাপাশি অফিসের বাইরে দুইটি সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেখানে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সকল প্রকার ভূমি সেবা পাওয়া যাবে। ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও একইভাবে ভূমি মেলার তিনদিন সেবা বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহনে একটি র্যালি বের করা হয়। তিনদিনব্যাপী এই ভূমি মেলা সমাপ্ত হবে আগামী ২৭ মে।
© Deshchitro 2024