|
Date: 2022-12-20 13:01:30 |
কুড়িগ্রামে রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ভ্যান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম শহীদমিনার চত্বরে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ভ্যান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, কমরেড খালিকুজ্জামান লিপন। রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ভ্যান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড গোলজার রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম শ্রমিক ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট শামছুল হক সরকার, বাসদ নেতা এ্যাডভোকেট আবুল বাশার মঞ্জু, ফুলবার রহমান, এ্যাডভোকেট মোছলেহ উদ্দিন, এ্যাডভোকেট আব্দুল মালেক।
বক্তারা রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা ভ্যান, ইজিবাইক চালক শ্রমিকদের রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্সসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
© Deshchitro 2024