বানিয়াচংয়ে গাঁজাসহ  পুলিশের অভিযানে  গ্রেফতার ৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

জানা যায়, শনিবার(১৩ আগষ্ট) রাত ৮ টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)  অজয় চন্দ্র দেব  এর নেতৃত্বে ও বানিয়াচং থানায় কর্মরত এসআই ওমর ফারুক, এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মহসিন মিজি, এএসআই হারুন রশীদ সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার  ৬নং কাগাপাশা ইউপির  বাতাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করিয়া ৩  কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলো : বাতাকান্দি গ্রামের মুসলিম উল্লার পুত্র  শাহাব উদ্দিন(৬০),  বাগহাতা গ্রামের মৃত সমন মুন্সীর পুত্র মোঃ নুরুল হক (৪৫)  বর্তমানে- লোহাজুরী ও ইছবপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র  রহমত আলী(৪৫) কে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। 


বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়া,  চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024