|
Date: 2025-05-27 15:41:54 |
বাংলাদেশি নাবিকদের একমাত্র ট্রেড ইউনিয়ন ( সিবিএ) বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের
মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে দ্রুত নির্বাচনের দাবিতে প্রেস ব্রিফিং , মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৭ মে ( মঙ্গলবার ) বেলা ১২ টায় আগ্রাবাদ শিপিং অফিসে সামনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ লিখত বক্তব্য পাঠ করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন - বিগত ২০১৮ সালে ক্ষমতায় আসা বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। কিন্তু শ্রম আইন ও ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না করে তারা এখনো অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গত পাঁচ বছর ধরে তারা সাধারণ সদস্যদের মতামত ও অধিকারকে অবজ্ঞা করে নিজেদের স্বার্থে সংগঠন দখল করে রেখেছে । এ বিষয়ে সাধারণ নাবিকরা ইউনিয়নের সদস্যপদ লাভের ন্যায্য দাবি তুললে কিংবা সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তুললে সাধারণ নাবিকদের ওপর নেমে আসে ভয়াবহ হুমকি, হয়রানি এবং কখনো কখনো প্রকাশ্য প্রাণনাশের হুমকিও দিয়ে থাকে তারা। তাদের এহেন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিপূর্ণ কর্মকান্ডের ফলে বাংলাদেশের মেরিটাইম খাত প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যাচ্ছে, ফলে আমাদের চাকরি সংকুচিত হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণও হ্রাস পাচ্ছে।
তাই অনতিবিলম্বে বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটিকে বিলুপ্তি ঘোষণা সকল বৈধ সিডিসি ধারী নাবিকদের সদস্যভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আগ্রাবাদ যুগ্ম শ্রম পরিচালক বরাবরে স্মারক লিপি প্রদান করেন এবং সেখান অবস্থান কর্মসূচি পালন করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - সিয়াম শরীফ , আবুল কালাম আজাদ, মহিবুল ইসলাম, মো: শাহাবুদ্দিন, সাইফুর রহমান, মো: নাজিম উদ্দিন , মোরশেদুল আলম,মো: শামসুদ্দিন, হায়দার আলী খান, আওয়াল মালেক, রেজাউল করিম, সৈয়দ গোলাম রাব্বানী প্রমুখ।
© Deshchitro 2024