পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীর উপর গলাচিপা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে  মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। গলাচিপার সর্বস্তরের জনগণের আয়োজনে ২৭ মে মঙ্গলবার সকাল ১০টার সময় গলাচিপা শহরের ফেরিঘাট সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ শাহ-আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান, সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি নাজমুল হুদা রিপন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদল ও গলাচিপা উপজেলার হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা সবাই গলাচিপা সেতুর দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024