শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিনামূল্যে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধনসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। ২৭ মে মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এসময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি, কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি হাসে, তাহলে বাংলাদেশ হাসবে। এরপর উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং উপজেলা ভূমি অফিসে ‘ভূমি মেলা-২০২৫’ উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় মূল্যবান বক্তব্য প্রদান করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি মো. আল-আমীন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ঝিনাইগাতী উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এসময় বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ পরিদর্শনকালে সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024