ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর সুনামগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছেন শাহিনা চৌধুরী রুবি । ২৪শে মে বুধবার সিসিএস'র অফিসিয়াল ফেসবুক ভেরিফাই পেজ ও গ্রুপ থেকে ভোক্তা অধিকার সংস্থা'র সুনামগঞ্জ জেলার সেচ্ছাসেবকদের তালিকা প্রকাশ করে।এতে প্রতিটি উপজেলা ভিত্তিক রয়েছে সেচ্ছাসেবীরা। তালিকায় সুনামগঞ্জ জেলা কমিটির কো-অর্ডিনেটর হিসেবে শাহিনা চৌধুরী রুবিকে মনোনীত করা হয়। এতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন করোনায় সেচছাসেবীর সাবেক সুনামগঞ্জ জেলা সমন্বয়ক মোঃ জাহিদ হাসান চৌধুরী। শাহিনা চৌধুরী রুবি'র পিতার নাম মৃত গাজী মোহাম্মদ আবু শাহজাদা। মাতা: মৃত আজিজুননেছা চৌধুরী । তিনি বর্তমানে সুনামগঞ্জের হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখায় প্রভাষক হিসেবে কর্মরত আছেন । তিনি সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে জড়িত রয়েছেন । তিনি সততা ও আদর্শের জন্য সুনামগঞ্জে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024