|
Date: 2022-12-21 07:27:10 |
প্রধানমন্ত্রী কতৃক ৫১ টি জেলার নব/পুনঃ নির্মিত ১শ টি মহাসড়কের ২ হাজার কিলোমিটার সড়কের উদ্বোধনের অংশ হিসেবে জয়পুরহাটেও দুটি সড়কের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাচুয়ালের মাধ্যমে বক্তব্য দেন এবং এসব সড়কের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ সওজ'র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা।
© Deshchitro 2024