মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি:  বগুড়া শাজাহানপুর উপজেলায় অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নেয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে খোট্রাপাড়া ইউনিয়নের জালশুকা এলাকা থেকে মাটি বহনের সময় ৪টি ড্রাম ট্রাক আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী। পরে সেগুলো উপজেলা পরিষদ চত্তরে রাখা হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার এবং শাজাহানপুর থানার ওসি কয়েক দিনের ব্যবধানে বদলী হন। এই সুযোগে মাটি বালু ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থানের কৃষি জমি থেকে বেপরোয়া ভাবে মাটি কেটে ইট ভাটায় নিতে থাকে। ট্রাকের চাকায় পাকা সড়ক ভেঙে যেতে থাকে এবং সাধারণ মানুষের জীবন জীবিকা বিঘ্নিত হতে থাকে। জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ৪টি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শানজিদা মুস্তারী এই অভিযান পরিচালনা করেন। তিনি আরো জানান অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024