: রাজশাহীতে মাদকের পল্লি হিসেবে খ্যাত চারঘাট উপজেলার ০১ নং ইউসুফপুর ইউনিয়ন  টাংগন এলাকায় অভিযান দিতে গিয়ে মতিউর রহমান নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

আহত হলেও নাহিদ হাসান (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাটাখালি থানার সেই অভিযানিক দল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চাদশিকারি গ্রামের মৃত আকতারুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি থানাধীন টাংগন স্কুলের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার পিঠ ব্যাগ থেকে ৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিৎ করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির আলম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাংগন স্কুলের মোড় এলাকায় অভিযান চালিয়ে নাহিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় আসামি ধরতে গিয়ে মতিয়ার রহমান নামের একজন পুলিশ সদস্য বাম হাতে আঘাতপ্রাপ্ত সামান্য ক্ষতর সৃষ্টি হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান, ওসি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024