|
Date: 2022-08-14 12:46:14 |
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে রাত ৮ টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সরকারী নির্দেশনা বাস্তবায়নে শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ। ১৩ আগস্ট শনিবার রাতে উপজেলার সদর বাজারসহ বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৬টি দোকান থেকে ১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সবাইকে অবগত করার জন্য উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় মাইকিংসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখেছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024