|
Date: 2022-12-22 11:30:33 |
মাংসে রঙ মিশিয়ে লাল করার দায়ে মণিরামপুরে রবিউল ইসলাম নামে এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান পৌরসভার থানা মোড়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত রবিউলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রত্যক্ষদর্শী জুয়েল রানা জানান, গতকাল দুপুরে তিনি থানা মোড়ে চা দোকানে বসে ছিলেন। এসময় তিনি দেখতে পান রবিউল ইসলাম রঙের বোতল বের করে গোপনে মাংসের সাথে মেশাচ্ছেন। আমি ঘটনার ভিডিও চিত্র ধারণ করে বিষয়টি এসিল্যাণ্ডকে জানাই। পরে তিনি এসে ঘটনার সত্যতা পেয়ে রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এসিল্যাণ্ড আলী হাসান সংবাদিকদের জানান, মাংসে রঙ মেশানোর অভিযোগে বিক্রেতা রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© Deshchitro 2024