কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের থাক্কায় শহীদ মিয়া (২৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও দুই যাত্রী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভাই ভাই মোড়ে এ ঘটনা ঘটে। 


নিহত অটোরিকশা চালক রায়গঞ্জ ইউনিয়নের নার্সারী পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 


স্থানীয়রা জানান,নিহত অটো চালক শহীদ মিয়া রায়গঞ্জের ভাই ভাই মোড় থেকে যাওয়ার পথে ভুরুঙ্গামারী থেকে আসা কুড়িগ্রামগামী একটি নৈশকোচের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায়। অটোরিক্সায় থাকা চালক শহীদ মিয়াসহ তিনজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অটো চালক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, আমি হাসপাতালে আছি বিস্তারিত পরে জানাতে পারবো।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024