মার্কেণ্টাইল ব্যাংক মাইজদী কোর্ট শাখার উদ্যোগে জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং এতিম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


বুধবার (২২ ডিসেম্বর )  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মার্কেণ্টাইল ব্যাংকের মাইজদী শাখায় এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় শাখার ব্যবস্থাপক মো: মেহেরাব হোসেন খান, ব্যবস্থাপক মামুনুল হক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলায় গরীব, অসহায় ও এতিমদের মাঝে কম্বল বিতরণ শেষে শাখা ব্যবস্থাপক মেহেরাব হোসেন খান বলেন, মার্কেণ্টাইল ব্যাংক প্রতি বছরই দেশের অসহায়, দরিদ্র মানুষ ও এতিমদের মাঝে কম্বল দিয়ে শীতার্থদের পাশে থাকার চেষ্টা করে।

তিনি আরো বলেন, মার্কেণ্টাইল ব্যাংকের পরিচালনা  পর্ষদ বৃন্দের মানবতার জয়োগানের মাধ্যমে তাঁদের জন্য সকলের নিকট দোয়া চান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024