ঝালকাঠির রাজাপুরে ব্যাংক কর্মকর্তা আল মামুন  সহ  সাত জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকাল তিনটার দিকে  উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মোঃমাকিদ খানের  বসত ঘরে  জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ নগদ ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সরজ্ঞাম উদ্ধার করে পুলিশ। ব্যাংক কর্মকর্তা আল মামুন কাউখালি উপজেলার শিয়ালকাঠি এলাকার মোঃবেলায়েত আকনের ছেলে ও বরিশালের পূবালী ব্যাংক শাখার ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছেন।

গ্রেপ্তারকৃত  অন্যরা হলো কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে মো. মহিদুল ইসলাম বাবু, আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে মো. দুলাল হাওলাদার, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার মো. গনি জমাদ্দারের ছেলে মো. কামরুল হোসেন জমাদ্দার, মো. রশিদ জমাদ্দারের ছেলে মো. মজিবর জমাদ্দার, মোকসেদ আলী খানের ছেলে মো. মহিদুল ইসলাম জমাদ্দার, মো. কাওসার সরদারের ছেলে মো. ইমাদুল সরদার।

পুলিশ জানায়, ওই এলাকায় একটি চক্র নিয়মিত জুয়া ও মাদকের আসর বসায় এমন অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানার একদল পুলিশ মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে ওই আসর থেকে ৭ জনকে আটক করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024