|
Date: 2022-12-24 11:29:51 |
যশোরের অভয়নগরে দ্বীনিয়াত একাডেমির উদ্যোগ কুরআনুল কারীমের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী, অবিভাবক সম্মেলন ও একাডেমির নতুন ভবনের উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ (২৪ ডিসেম্বর শনিবার) সকাল ৮.৩০ মিনিট থেকে মাদ্রাসা ইহ্ইয়াউল উলুম আল- ইসলামিয়া নওয়াপাড়া -এর তত্ত্বাবধানে মনোরম পরিবেশে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পরিচালনা হয়।
জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব জবাব, হযরত হাফেজ মাওলানা গোলাম মাওলা,আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কাইয়ুম, পরিচালক, দারুল আরকাম ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। মুফতি ইয়াহিয়া সাহেব- মুহতামিম, মাছনা মাদ্রাসা, মনিরামপুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবু তালহা- মুহাদ্দিস, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা। মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী- সহকারী পরিচালক ইহ্ইয়াল উলুম আল- ইসলামিয়া। মুফতি সাইফুল ইসলাম কাশেমী- কেন্দ্রীয় জিম্মাদার, দ্বীনিয়াত একাডেমী। সকলকে আন্তরিক অভিনন্দন জানান দ্বীনিয়াত একাডেমির পরিচালক - মাওলানা মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে ৬২ জন স্কুলগামী, কিশোর, যুবক ও বয়স্ক শীক্ষার্থীদের সম্মানে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদেরকে কুরআনুল কারীমের সবক দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষা প্রদর্শনী হিসেবে মৃত ব্যক্তির দাফন কাফনের নিয়োম, জানাজা নামাজের নিয়োম প্রাক্টিক্যালে দর্শকদেরকে দেখানো হয়। স্কুলগমী শিশুরা,বয়স্ক যুবকেরা কুরআন মাজীদ তেলওয়াত করে। স্বল্প সময়ে তাদের কুরআন শিক্ষাকে মানুষের বিমোহিত করেছে। অনুষ্ঠানে বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
© Deshchitro 2024