|
Date: 2022-12-24 17:34:28 |
চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ১০ দফা দাবির ব্যানার নিয়ে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে মিছিলটি শুরু করে মোহাম্মদপুর এলাকায় গিয়ে শেষ হয়।
নগর জামায়াতের আমির মাওলানা মু. শাহজাহান এর নেতৃত্ব মিছিলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা ।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের (উত্তর জোন) উপকমিশনার (ডিসি) মোখলেছুর রহমান গণমাধ্যম কে বলেন, আজ সকালে জামায়াত শিবির ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ
দ্রুত ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে । তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
© Deshchitro 2024