রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে শরীয়তপুর জেলা সমিতি। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ০৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ডীন'স কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সমিতির সভাপতি মাহফুজ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রধান উপদেষ্টা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর সিনিয়র উপদেষ্টা জনাব এসএম আকতার হোসেন, শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রতিষ্ঠা সভাপতি জনাব মো.সুমন হোসেন।


এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর কমিটির সকল সদস্য সহ নবীন শিক্ষার্থীবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, "তোমরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছো,আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা তোমাদের মেধা ও অধ্যবসায় দিয়ে তোমরা দেশ ও বিদেশে সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে,তবে তোমরা যেখানেই থাকবে অবশ্যই সৎ ও নৈতিক থাকবে।"


বিশেষ অতিথি মোঃ সুমন হোসেন তার বক্তব্যে বলেন,"তোমরা যেহেতু নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছো তাই তোমাদের নৈতিক দায়িত্ব শরীয়তপুর জেলায় স্কুল ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিক নির্দেশনা  প্রদান করা যাতে আমাদের জেলার উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পায়।"


অনুষ্ঠানের সমাপনী ব্যক্তব্যে সভাপতি মাহফুজ ঢালী নবীনদের উদ্দেশ্যে বলেন, 'মনে রাখতে হবে এ বিশ্ববিদ্যালয় একটি ফুলের মতো। এই ফুল থেকে মৌমাছি হয়ে মধু আহরণ করা আমাদের কাজ। কিন্তু এখানেই প্রজাপতি সৌন্দর্য উপভোগ বা ভ্রমর হয়ে বিষ আহরণ করবে না। অবশ্যই মানুষ হিসেবে সকল মানুষকে শ্রদ্ধা করবে এবং শেকড় বাবা মাকে কখনও উপেক্ষা করো না।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024