রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল- আমিন (২২) কে আটক করেছে র‌্যাব-৫। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সাগুয়ান ঘুন্টিঘর পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে। আটক আল- আমিন  গোদাগাড়ী উপজেলার  সহারাগাছী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

রোববার সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে। প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৫, সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে গোদাগাড়ী উপজেলার রেলগেট বাজারে এক মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে শনিবার সন্ধ্যা ৬ টার সময় সাগুয়ান ঘুন্টিঘর পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে। এই সময় তার কাছে থাকা ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । আল-আমিন আইনশৃঙ্গলা বাহিনীর সোর্স হিসেবে এলাকায় পরিচিতি আছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024