|
Date: 2022-12-25 11:55:12 |
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায়, ভালুকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে র্যালিটি প্রেস ক্লাব থেকে বের হয়ে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে, সাংবাদিক আওলাদ হোসেন রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক শিক্ষক রফিকুল ইসলাম রফিক, এম এ সামাদ, আবুল বাশার, এস এম জামানসহ সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা এম এ সবুর।
পরে ভালুকা প্রেস ক্লাবের সাংবাদিকদের সন্তান যারা এস এস সি পরিক্ষায় কৃতকার্য হয়েছে তাদের মাঝে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়।
© Deshchitro 2024