যশোরের  অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী প্রেমবাগ এরশাদ এতিমখানার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।


আজ (২৫ ডিসেম্বর রবিবার) এতিমখানার ভবনটি উদ্বোধন করা হয়।এই উদ্বোধনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মাহবুব হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এতিমখানার সাধারণ সম্পাদক মোল্ল্যা সাঈদ আলম বাচ্চু।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুভাষচন্দ্র বিশ্বাস, উপস্থিত ছিলেন অর্থদানকারী প্রবাসী ডাক্তার আব্দুল মান্নানের ভাই,শাহিনুর কবির।

 প্রবাসী  জমি দাতা মোশারফ হোসেন মোঃ সোবহান মোল্ল্যা মোঃ আহসান অনুষ্ঠানের শুরুতে,  অনুষ্ঠানের  উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেসর মুজিবুর রহমান শাওন।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ কামরুজ্জামান,শিক্ষক মাহবুব হোসেন, মালোপাড়া ক্যাম্পর ইনচার্জ মোঃ ওহিদুল ইসলাম,নোয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমুখ, সাংবাদিক মতিন গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এভবনটি এতিমদের থাকার জন্য এ ভবনটি নির্মিত করা হয়েছে বলে জানান বক্তারা,এলাকাবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা এবং বিভিন্ন দপ্তর থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা সংগ্রহ করে তিলে তিলে এতিমদের জন্য এ ভবনটি নির্মান করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024