নতুন বছরে আল্লাহর কাছে 

চলুন প্রার্থণা করি, 

হালাল-হারাম বেছে যেন 

রঙিন জীবন গড়ি। 


নতুন বছরে নতুন আশা 

নতুন স্বপ্ন বুকে, 

আধাঁর কেটে বিধাতা যেন 

মোদের রাখেন সুখে। 


ধনী-গরীব ভেদাভেদ ভুলে 

সোনার দেশ গড়বো, 

মহান আল্লাহর দেখানো পথে 

শান্তিতে পথ চলবো। 


হিংসা-বিদ্বেষ ভুলে সবাই 

মিলবো প্রাণে প্রাণে, 

নতুন বছর শুরু হোক 

সম্প্রীতিরই গানে। 




শারমিন নাহার ঝর্ণা 

পাংশা, রাজবাড়ী। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024