বিজয় মানে খোলা আকাশে 

উড়া স্বাধীন মনে, 

বিজয় মানে রক্ত ঝড়িয়ে 

সজীবতা এনেছি প্রাণে। 


বিজয়ের মালা গলায় পরে 

পেয়েছি বড় সুখ, 

বিনিময়ে লক্ষ মায়ের খালি 

করেছিলাম বুক ! 


রক্তের সাগরে ডুবেছি মোরা

রক্ত করেছি দান, 

জীবন দিয়ে রেখেছি মোরা 

এই বাংলার মান। 


বাংলার মাটিতে ঘুমিয়ে আছে 

অজস্র শহীদের প্রাণ, 

বিজয় দিবসে জানাই তাদের 

শ্রদ্ধা ও সম্মান। 




শারমিন নাহার ঝর্ণা 

পাংশা, রাজবাড়ী। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024