লাখাইয়ে থানা পুলিশের অভিযানে  ৪ জুয়াড়ি গ্রেফতার।

হবিগঞ্জের  লাখাই থানার পুলিশ,

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৪ জুয়ারী কে গ্রেপ্তার করেছ। শনিবার (২৪ ডিসেম্বর)  লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন  হজরত  শাহ বায়েজিদ( রহঃ) এর বার্ষিক ওরস উপলক্ষে  মেলা থেকে লাখাই থানার ওসি( তদন্ত)  চম্পক দামের নির্দেশে  উপপরিদর্শক(এস আই) জহির আলীর নেতৃত্বে  সহকারীউপ- পরিদর্শক(এ এস আই) সুমন চন্দ্র রায় সহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে বিকাল ৩টায়  জুয়া খেলা অবস্থায়  জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ১ শত ৩০ টাকা সহ ৪ জুয়ারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীরা হলো লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে জালাল মিয়া (৪০), ভাদিকারা গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জিতু মিয়ার ছেলে আলাউদ্দীন (৩০) এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার নাগেরগাও গ্রামের মোক্তার মিয়ার ছেলে আনোয়ার হোসেন কে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে এবং আসামীদের বিরুদ্ধে লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  গ্রেপ্তারকৃত আসামীদের কে রবিবার (২৫ ডিসেম্বর ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।  আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার ওসি( তদন্ত) চম্পক দামের সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024