|
Date: 2022-12-26 09:23:33 |
গৌরীপুরে রবিবার (২৫ ডিসেম্বর) উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত হয়েছে। এদিন সকালে গৌরীপুর পৌর শহরের পশ্চিম ভালুকায় উপজেলার প্রধান ব্যাপ্টিস্ট চার্চে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা বার্তা সম্বলিত কেক নিয়ে হাজির হন ইউএনও। পরে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার (পূর্ব) ব্যাপ্টিস্ট চার্চের সিনিয়র সহ সভাপতি হিউবার্ট চক্রবর্তীসহ আরও অনেকেই।
ইউএনও হাসান মারুফ সাংবাদিকদের বলেন- গৌরীপুরে উৎসব ও আনন্দমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
হিউবার্ট চক্রবর্তী বলেন- সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয় ঘোষণা করতে এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট। দেশের অগ্রগতি, শান্তি, সম্প্রীতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।###
© Deshchitro 2024