নরসিংদীতে গ্রাম পুলিশগনের মাঝে বাইসাইকেল বিতরন। আজ সোমবার (২২ ডিসেম্বর) নরসিংদী মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলার অন্তর্গত বেলাবো মনোহরদী ও রায়পুরা উপজেলার সকল গ্রাম পুলিশগনের মাঝে এই বাই সাইকেল বিতরন করা হয়। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় উক্ত অনুষ্ঠান।


উক্ত বাই সাইকেল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আজীম পিপিএম, পুলিশ সুপার নরসিংদী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভুইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, উপপরিচালক স্থানীয় সরকার নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী, বেলাবো ও রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশগন।


স্থানীয় সরকারের আওতাধীন ইউনিয়ন প্রতিটি ইউনিয়ন পরিষদে কাজ করে থাকেন গ্রাম পুলিশগন। আইনশৃঙ্খলা রক্ষা সহ সরকারের প্রতিটি উন্নয়ন মুলক কর্মকাণ্ডে তারা প্রত্যক্ষ ভাবে জড়িত। প্রতিটি উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশগন আমাদের নিরাপত্তার জন্য রাতদিন কাজ করে থাকেন। তাদের সরকারের পক্ষ থেকে যে ভাতা দেয়া হয় তা খুবই অপ্রতুল।  তাই প্রাত্যহিক যে কোন কাজে, সরকারের পক্ষে যেকোন তথ্য সংগ্রহে তাদের ঝামেলা পোহাতে হয়। প্রায় সময় তাদের কাছে ভাড়া থাকেনা।


গ্রাম পুলিশগন যেন সাচ্ছন্দে তাদের কাজের গন্তব্যে যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষা সহ সরকারের নির্দেশিত যেকোন তথ্য সংগ্রহে যাতায়ত করতে পারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলায় গ্রাম পুলিশগন কে  বাই সাইকেল দেয়া হচ্ছে। আজ নরসিংদীর মুসলেহ উদ্দীন ভুইয়া স্টেডিয়ামে তিন উপজেলার গ্রাম পুলিশগনের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বাই সাইকেল বিতরন করা হয়।


উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আশরাফুল আজীম পিপিএম বলেন ' গ্রাম পুলিশগন আইনশৃঙ্খলা রক্ষা সহ সরকারের যেকোন উন্নয়ন কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে উন্নয়নের মহা সমারোহ শুরু হয়েছে তার সারথি গ্রাম পুলিশগন'।


প্রধান অতিথি আবু নাইম মোহাম্মদ মারুফ খান বলেন' গ্রাম পুলিশগন শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজ ই করেন না। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যেকোন ধরনের তথ্য আমরা গ্রাম পুলিশের মাধ্যমে নিয়ে থাকি।' তিনি গ্রাম পুলিশগন কে বাই সাইকেল গুলো শুধু তার কাজ করার জন্য ব্যবহার করতে বলেন। কাউকে যেন এটা দেয়া না হয় সে ব্যাপারে নির্দেশ দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023