শ্যামনগরে দ্বীপায়ন হাই স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

 বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডালিম কুমার ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  বুড়িগোয়ালিনী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস, বুড়িগোয়ালিনী-গাবুরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, প্রভাষক সুশান্ত কুমার সরদার,বিদ্যালয়ের সাবেক সভাপতি দীনেশ কুমার বিশ্বাস, শিক্ষক সুপদ কুমার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাঙ্গ কুমার মন্ডল।  অনুষ্ঠানে এসএসসিতে এ+ প্রাপ্ত ৯ জন সহ চলতি বছর পাশকৃত সকলকে সম্মাননা প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে দ্বীপায়ন হাই স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখছেন সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024