|
Date: 2022-12-27 14:18:17 |
ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গুণে দেয়ার কথা বলে সঙ্গবদ্ধ
প্রতারক চক্র এক নারী গ্রাহকের কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ভালুকা সোনালী ব্যাংকের শাখায়।
জানা যায়, ভায়াবহ গ্রামের মানিক চন্দ্রের স্ত্রী শিখা রানী সোমবার দুপুরে ভালুকা সোনালী ব্যাংক থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় টাকাগুলো গুনে দেয়ার কথা বলে প্রতারক চক্র ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সোনালী
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, ঘটনাটি জানার সাথে সাথেই তিনি ভালুকা মডেল থানাকে বিষয়টি অবগত করেন। পুলিশ এসে ব্যাংক থেকে ভিডিও ফুটেজ নিয়ে গিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন কারী ভালুকা মডেল থানার এসআই চন্দন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। আমরা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের দলকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
© Deshchitro 2024