নোয়াখালী সুধারামে ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্রিফিং প্যারেড। 


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি। 


নোয়াখালী সুধারাম থানাধীন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। 


বুধবার ২৮ ডিসেম্বর দুপুরের নোয়াখালী সুধারাম মডেল থানা প্রাঙ্গণে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।


 এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, পিপিএম, অফিসার ইনচার্জ (সুধারাম মডেল থানা) আনোয়ার হোসেন, সহ সকল অফিসার ও ফোর্স গন।

উল্লেখ আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলা স্থানীয় ৬নং নোয়ান্নই ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024