সাতক্ষীরার পাটকেলঘাটা কপোতাক্ষ নদের বাইপাস সড়কে অবৈধ দখলের মহাউৎসব চলছে।পাটকেলঘাটার ব্রীজ হইতে কালি মন্দির পর্যন্ত নদেরর দুই ধারে অবৈধ স্থাপনা গড়ে উঠছে। স্থানীয় এলাকাবাসীর মধ্য মিশ্র প্রতিক্রিযা সৃষ্টি হয়েছে।সরেজমিনে  গিয়ে দেখা গেছে,দুইপাড় অবৈধ ভাবে রাস্তা দখল করে নিয়েছে ডা: প্রতাপ কাশ্যাপী। 

তথ্যানুসন্ধানে জানা যায়,পাটকেলঘাটার কালিবাড়ি সংলগ্ন মৌসুমি ক্লিনিকের স্বত্তাধিকারী ডাঃ প্রতাপ কাশ্যপীর নদীর ধারে ৭১ শতাংশ রেকডিও বলে দাবি করেন।

বর্তমানে প্রাচীর ছাড়া  নদীর ধারে ৩ ফুটের অধিক জমি বেড়া দিয়ে নিজ দখলে নিয়ে নেন । এ কারনে তিনি এলাকা বাসির কাছে হাসির পাত্র হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী মোঃ মতিয়ার রহমান বলেন, আমরা আরকি বলবো।সরকারের অর্পিত সম্পত্তি নদীর পাশে সব ধনী লোকেদের জন্য। তারা দখল করলে কিছুই হয়না।আর গরিব মানুষ যাদের মাথা গোজার ঠাই নাই তারা রোদ বৃষ্টি হতে বাচার জন্য পলিথিন কাগজ দিয়ে ছাউনি দিলেও তা ভেঙ্গে দেওয়া হয়।এদিকে বিষয়টি নিয়ে চলতি মাসের গত ২৬ নভেম্বর রবিবার এসএম তৌহিদুজ্জামান তার ফেইজবুকপেজে দখল হয়ে যাওয়া ঘটনাটি পোষ্ট করেন। পরবর্তিতে  বিষয়টি সমালোচনার জন্ম দেয় সচেতন মহলে।মোঃ মারুফুল ইসলাম(মারুফ) বলেন ডাঃ প্রতাপ কাশ্যপী ধনী লোক তার নদীর ধারে জমি বাড়ানো ঠিক হয়নি।তার জমি হলে এতদিন কেন বাড়ায়নি এখন কেন বাড়াচ্ছে।হয়তো টাকা পয়সার মাধ্যমে কাগজপত্র ঠিক করছে মোঃ রহিম বলেন আমি ছোট কালে দেখেছি ডাঃ যে যায়গা এখন বেড়া দিয়েছে সেটা ছিল নদীর ভিতরে ।তাহলে ডাক্তার কিভাবে সরকারী জমির উপর বেড়া দিলো। কালিবাড়ি মন্দির কমিটির সহ-সম্পাদক অরুন ঘোষ বলেন,কমিটির সদস্যরা বেড়া উঠিয়ে নেওয়ার জন্য তাকে  তিনদিনের সময় দেওয়া হয়েছে। এবিষয়ে ডাঃ প্রতাপ কাশ্যপী একান্ত বলেন,  আমি চেয়ারম্যান মোঃ আঃ হাইকে বলেছিলাম বেড়া ঘেরার বিষয়। তিনি আরো বলেন, আমি আমার রেকডিও সম্পত্তির উপর বেড়া দিয়েছি।এখনো আমার রেকডিও জমি নদীর ভিতরে ।

এবিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মোঃ রুহুল কুদ্দুস  বলেন, আমি বিষয়টা শুনলাম। আগামী রবিবার নদীর দুই ধারে অবৈধ দখলদাররে বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের জন্য নদীর সিমানা নির্ধারন করা হবে।নদীর ধারে সরকারী জমি কেউ প্রভাব খাটিয়ে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনুগত ব্যাবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024