সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ১০০৭ জন।

জানা যায়, উপজেলায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে বালিকার সংখ্যা বেশী। পরীক্ষার্থীর মধ্যে বালক ৪৪৯ জন ও বালিকা ৫৫৮ জন। নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র হিসাবে ব্যবহার হবে। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।  বাংলা,ইংরেজি, গণিত ও বিজ্ঞান ৪বিষয় নিয়ে মোট ১০০ মার্কের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের নম্বর হবে ২৫ করে।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা বলেন ৩৮ জন কক্ষ পরিদর্শক সহ পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করবেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার সকল প্রস্ততি সম্পন্ন বলে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024