|
Date: 2022-12-29 12:02:42 |
জয়পুরহাটে ৩ শতাধিক মানুষের মাঝে অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে পুনাকের কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক )।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে পুলিশ লাইন্স নারী ব্যারাকে শীতবস্ত্র বিতরণ করেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম এর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জেলা কমিটির সভানেত্রী রেশমা আলম, সাধারণ সম্পাদক ঈশাদী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন।
এ সময় জেলা পুনাক সভানেত্রী রেশমা আলম বলেন, সমাজে অনেক অসহায় গরীব ও ছিন্নমূল মানুষ বসবাস করেন। শীতে তাদের খুব কষ্ট হয়। সুতরাং তাদের কষ্টের কথা চিন্তা করে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ কার্মসূচী হাতে নেওয়া হবে।
© Deshchitro 2024