|
Date: 2022-12-30 16:06:48 |
মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে যাত্রীবাহি বাসের চাপায় মরিয়ম খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত মরিয়ম বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার ইকবাল হােসেনের মেয়ে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের পঞ্চিম পাড়া নামক স্থানে এ দুর্ঘনা ঘটে। স্থানীয়রা জানান, শিশু মরিয়ম বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এসময় মদিনা নামক দ্রুতগামি একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে, চাকার নিচে পড়লে, মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© Deshchitro 2024